অতিমারির মাঝেও বেড়াতে যাবেন? জেনে নিন কী করণীয় ও বর্জনীয়

বেজায় গরম। তবুও বিধিনিষেধের জ্বালায় এখন অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। কিছু টুরিস্ট স্পটে যাওয়া আবার অনুমতিসাপেক্ষ। তবে সমুদ্রের ধারে, নিরিবিলি জঙ্গলে বা শহর উপান্তের কয়েকটি বিনোদন রিসর্টে যাওয়া যাচ্ছে। কিন্তু অতিমারির রাজত্বে জানা দরকার বেড়াতে গেলে কী ভাবে নিরাপদে থাকবেন।

প্ল্যানিং ও প্যাকিং

• বেড়ানোর আগে করোনার পরীক্ষা করিয়ে নিতে পারেন। আধার কার্ডের পাশাপাশি অনেক হোটেলই এই পরীক্ষার রিপোর্ট দেখে বুকিং দিচ্ছে।