অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ 

এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্য সব ম্যাচের মতো এবারও ম্যাচের প্রায় ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে দ্য গ্রিন ম্যানরা।

ভারতের বিপক্ষে ভরাডুবির পর এবার বেশ মাথাচাড়া দিয়েই ওঠেছে বাবর আজমের দল। যে কারণে এবার একাদশে পাঁচ পরিবর্তন এনেছে দলটি। চোটের কারণে এই ম্যাচের একাদশে নেই ফর্মে থাকা দুই পেসার নাসিম শাহ এবং হারিস রউফ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জামান খান এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

জানা গেছে, কাঁধের চোটের কারণে এবারের এশিয়া কাপেই খেলা হচ্ছে না নাসিমের। অন্যদিকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রউফ। হাইভোল্টেজ এই ম্যাচে ওপেনিংয়েও পরিবর্তন এসেছে। ইমাম উল হকের সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন মোহাম্মদ হারিস। একাদশ থেকে বাদ পড়েছেন ফখর জামান। ফর্মহীনতার কারণে একাদশ থেকে বাদ পড়েছেন আরেক ব্যাটার আঘা সালমানও। লঙ্কানদের সঙ্গে ম্যাচে তার পরিবর্তে খেলবেন সাউদ শাকিল। পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের পরিবর্তে এই ম্যাচে খেলবেন স্পিনার মোহাম্মদ নওয়াজ।

হাইভোল্টেজ এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল নিশ্চিত করবে। আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মোকাবিলা করবে এই ম্যাচে জয়ী দল। তবে কোনো কারণে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা।