আইপিএলের শুরুর দিকে থাকছেন না মালিঙ্গা

মাঠে-মাঠে ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে পাঁচটি দল ভারত ছেড়ে আমিরাতে পাড়িও জমিয়েছে। এমন সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে শুনতে হলো দুঃসংবাদ, শুরুর দিকে তারা পাচ্ছে না লাসিথ মালিঙ্গাকে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স শুক্রবার পৌঁছে গেছে আমিরাতে। তবে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই মালিঙ্গা। লঙ্কান এই ক্রিকেটারের সামনে সমস্যা হচ্ছে, তার বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। এই মুহূর্তে বাবার চিকিৎসা করাতে হবে। অস্ত্রোপচারও করাতে হবে আগামী দু’এক সপ্তাহের মধ্যে। আর ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সে সময়ে বাবা’র পাশে থাকতে চাইছেন। যার কারণে দলের সঙ্গে এখন যোগ দিতে পারছেন না। এদিকে পরবর্তী সময়ে যোগ দিলেও করোনার কারণে কোয়ারেন্টাইন মেনে চলতে হবে মালিঙ্গাকে। ফলে শুরুর দিকে কিছু ম্যাচে অভিজ্ঞ এই লঙ্কান ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা নেই মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাইয়ের অন্যতম সেরা এই পেসার দলটির সবগুলো শিরোপা জয়ের সাক্ষী। সর্বশেষ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে আট রান রক্ষা করে মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থবার আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। এখনও পর্যন্ত ১২২টি আইপিএল ম্যাচে ১৯.৮ গড় এবং ৭.১৪ ইকোনমি রেটে ১৭০টি উইকেট শিকার করেছেন মালিঙ্গা।