নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে সঠিক তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করতে উদ্যোগ নেবে সরকার।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে সুপ্রিমকোর্টের নতুন রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, যারা দুষ্কৃতকারী তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের মনুষ্যত্ববোধের অভাব আছে।
ওবায়দুল হাসান আরও বলেন, সুপ্রিম কোর্টের জন্য ২৭৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নতুন রেকর্ড ভবন নির্মাণ করা হবে। ১৭ তলা এই ভবনের তিন তলা মাটির নিচে নির্মিত হবে। সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।