
বাহিরের দেশ ডেস্ক:
ইতালিতে আজ সোমবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে সরকার। দেশটির সরকার ঘোষণা দিয়েছে নির্দিষ্ট নিরাপত্তা বজায় রেখে সরকারের আইন-কানুন মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য রয়েছে এক মিটার দূরত্বে বসার ব্যবস্থা।
প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার পরিছন্ন না করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ বলছে, সরকারের দেয়া আইন মেনেই তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন। একইসঙ্গে, অভিভাবকদেরকে ভয় না পেয়ে সন্তানদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করেন।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জানান, নিরাপদে স্কুলগুলো আবারও চালু করতে সরকার অতিরিক্ত ১০০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। আর এ প্রসঙ্গে দেশটির শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা জানান, শুধু করোনাভাইরাস মোকাবিলা নয়, যে ভিন্ন আঙ্গিকের স্কুল নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে তা বাস্তবায়নের জন্য উন্নয়নের পেছনে ব্যয় হবে সরকার কর্তৃক বরাদ্দকৃত এ অর্থ।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই সংক্রমণ ছড়িয়ে পরে পুরো বিশ্বে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে। চীনের পরপরই সংক্রমণ ছড়িয়ে পড়ে ইতালিতে। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করে করোনাভাইরাস। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজসহ সকল প্রতিষ্ঠান।
দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৮ লাখ ৭ হাজার ৭শ’ ৫৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩৬শ’ ১০ জনের। দেশটিতে আজও নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।