আজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ 

এশিয়া কাপের ফাইনাল আজ রোববার (১৭ সেপ্টেম্বর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। বেলা সাড়ে ৩টায় কলম্বোর রানাসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ।

শিরোপা ধরে রাখার মিশনে স্বাগতিক লঙ্কানদের লক্ষ্য দ্রুত প্রতিপক্ষ উইকেট তুলে নেওয়া। আর ভারতের লক্ষ্য প্রতিপক্ষকে গুঁড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করা। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক হওয়ার পরও এবারের এশিয়া কাপের ফাইনালে আন্ডারডগ শ্রীলঙ্কা।

ইনজুরিতে মহিশ থিকশানার ছিটকে যাওয়াটা বড় ধাক্কা স্বাগতিকদের জন্য। তার স্থানে দুসান হেমন্তকে নিয়ে স্পিন আক্রমণ জারি রাখতে পারে শ্রীলঙ্কা। আরও একবার নিশানকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমাদের ব্যাটিংয়ে সেবা চাইবে স্বাগতিকরা। তবে কলম্বোর স্পিনবান্ধন উইকেটে ম্যাচ জিততে মূল নজরটা থাকবে দুনিত ভাল্লালাগে ও মাথিশা পাথিরানার ওপর। লড়াইটা তাই বড় অংশে ভারতীয় ব্যাটিং বনাম লঙ্কান স্পিনারদের। দারুণ ফর্মে রয়েছেন শুবমান গিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশানরাও রয়েছেন রানের মধ্যে। হার্দিক পান্ডিয়াসহ লোয়ার মিডল-অর্ডারও রানের চাকা ঘোরাতে পারঙ্গমতার নজীর রেখেছে। লঙ্কান স্পিনারদের তাই সহজে পার পাবার আশা করাটা হবে ভুল। সিরাজ ও বুমরাহ’র পেস ভিন্ন মাত্রা যোগ করেছে ভারতের বোলিং আক্রমণে। কলম্বোর কন্ডিশন বিবেচনায় তৃতীয় পেসারের পরিবর্তে একজন বেশি স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে জাদেজা, কুলদ্বীপ যাবদের সঙ্গী হতে পারেন অক্ষর প্যাটেলের জায়গায় ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এর মধ্যে দুই দলই সমান ১১ বার করে জয় পেয়েছে।

এদিকে, এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে সাতবার শিরোপা জিতেছে ভারত, বিপরীতে লঙ্কানরা নিয়েছে ছয়বার। শানাকাদের সামনে সুযোগ থাকছে ভারতের সঙ্গে বেশি শিরোপার দলে ভাঙ বসানো। আর রোহিত শর্মাদের সামনে সুযোগ শিরোপার ঝুলিতে নতুন পালক যোগ করার।