
সরকার রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি।
ওবায়দুল কাদের বলেন, ভাষণে প্রধানমন্ত্রী কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। মহামারীর কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
২৫ মার্চ প্রধানমন্ত্রীর ভাষণে পুরো দেশ লকডাউন করার কোনো ঘোষণা আসতে পারে কিনা জানতে চাইলে কাদের বলেন, এ ব্যাপারে আমাদের সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সকলের কাছে অনুরোধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন।
কাদের আরো বলেন, বৈশ্বিক মহামারীর কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।