বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই।
শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডানকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি। আজ বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার এমনটাই আশা করে বলছেন ডানকি বাংলাদেশে আজকেই মুক্তি পেতে যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় ছবিটি প্রদর্শনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবিটির সেন্সর প্রদর্শন হলে বাংলাদেশে সন্ধ্যা ৭ টায় ছবিটির প্রথম প্রদর্শনী হতে পারে।