
আনন্দ ঘর ডেস্ক: আততায়ীর গুলিতে আহত হয়েছেন আফগানিস্তানের প্রথম নারী নির্মাতা ও জনপ্রিয় অভিনেত্রী সাবা সাহার। গতকাল (২৫ আগস্ট) কাবুলে এ ঘটনা ঘটেছে।
হামলার পরপরই ৪৪ বছর বয়েসি সাবাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
সাবার স্বামী ইমাল জাকি বলেন—মঙ্গলবার কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছিল সাবা। এ সময় তিনজন বন্দুকধারী গাড়িটি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
হামলার সময় সাবার গাড়িতে ছিলেন—সাবা, দুই দেহরক্ষী, এক শিশু এবং গাড়ির চালক। সাবা ও দুই দেহরক্ষী আহত হলেও চালক ও শিশুটি অক্ষত রয়েছে।
আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সাবা। তিনি নারীদের অধিকার নিয়েও কাজ করেছেন। পুলিশ অফিসার হিসেবেও প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে কাজ করছিলেন এই অভিনেত্রী।
এই হামলার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেশটির রাজনীতি, মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।