আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
আফগানিস্তানে উত্তর-পূর্ব অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে দেশটির রাজধানী কাবুল থেকে প্রতিবেশী পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ভবনগুলো কেঁপে উঠেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে আল আরাবিয়া বলছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের বাদাখশানের পাহাড়ি হিন্দুকুশ অঞ্চলের জুর্ম জেলায়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার আগে ভূমিকম্পটি আঘাত হানে। যা উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দূরে রাজধানী কাবুলেও অনুভূত হয়।