আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিবারের মতো এবারো তাজিয়া মিছিল বের হবে পুরান ঢাকার হোসেনি দালান থেকে। যদিও এবার ছোট্ট পরিসরে হবে। তবে মিছিলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ জন্য পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

পুলিশ জানিয়েছে, এবার ভিন্নভাবে তাজিয়া মিছিল হবে। ইমামবাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে মিছিলটি। তবে নিরাপত্তার স্বার্থে মিছিলে অংশ নেয়া প্রত্যেক ব্যক্তিকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেয়া হবে। মিছিলে ছুরি, তলোয়ার ও লাঠিখেলা নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে এবার পাঞ্জাও করা যাবে না। ইমামবাড়ার মধ্যেই মিছিল হবে। কোনো সড়কে আসতে পারবে না বলে জানিয়েছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হোসেন।

শনিবার বিকেলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

হোসনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মোহাম্মদ নাকি আসলাম বলেন, ইমামবাড়ার নিরাপত্তায় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবীরাও কাজ করবে। তবে পুলিশের নির্দেশনা মতো দিনটি পালন করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কৃষ্ণ পদ রায় বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করবে।