আহম্মেদ কলিম এটিভি সংবাদের পরিচালক মনোনীত

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

অপরাধ অনুসন্ধান লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এটিভি সংবাদ ডটকম’র (www.atvsangbad.com) এর পরিচালক হিসেবে মনোনীত হলেন আহম্মেদ কলিম।

আহম্মেদ কলিম জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাধীন মিরুখালী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পিতা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এলাকার একজন বিশিষ্ট জনপ্রতিনিধি। 

আহম্মেদ কলিম সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী। এটিভি সংবাদের সাথে তাঁর সম্পৃক্ততায় আমরা এটিভি পরিবার গর্বিত। 

এটিভি পরিবার তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করছে।