ইবির গণিত বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. সজীব আলী

ইবি সংবাদদাতা, এটিভি সংবাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সজীব আলী। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণিত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আনিছুর রহমানের সভাপতির মেয়াদ গত ১৭ সেপ্টেম্বর শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোঃ সজীব আলী -কে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য গণিত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।