
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
জানাগেছে, উত্তরার আজমপুর এলাকার ফ্যাশন ডিজাইনার নামের ওই পোশাক কারখানার শ্রমিকদের করোনাকালেও ছাঁটাই করার অভিযোগে আন্দোলন করেন তারা।
জানা গেছে, ফ্যাশন ডিজাইনার নামের ওই গার্মেন্টস প্রতিষ্ঠানের কতৃপক্ষ নানা অজুুহাতে গত ২৬ আগষ্ট থেকে কয়েক দফায় প্রায় দুইশতাধিক কর্মী ছাটাই করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (৩০ আগষ্ট) সকালে পোশাক কারখানার শ্রমিকরা গিয়ে অফিসে বন্ধ পেয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে আন্দোলনকারীরা আজমপুর রাজউক মাকেটের সামনে মহাসড়কের দুইপাশে রাস্তা অঅবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। প্রায় এক ঘন্টা ধরে চলে এ অবরোধ কর্মসুচি। ফলে চরম দুর্ভোগে পড়েন গণপরিবহনের যাত্রীরা।
ওই কারখানার শ্রমিক কল্পনা খাতুন জানান, গত ২৬ আগষ্ট থেকে কয়েক দফায় প্রায় দুই শতাধিক কর্মীকে বিনা নোটিশে ছাটাই করেছে। এছাড়া কোন নোটিশ ছাড়াই আজ (রোববার) অফিস তালাবন্ধ করে রাখেন কতৃপক্ষ। একারণে আমরা আন্দোলন করছি। ওই একাই অভিযোগ করেন সালেহা, জবা, আমিন, মিন্টু, রাজু, জেরিন ও শেলিনাসহ একাধিক পোশাক কারখানার কর্মী।
পরে পুলিশ গিয়ে মালিক পক্ষের সঙ্গে বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়ে দুপুর ১২ টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।