এটিভি সংবাদের পরিচালক নজরুল ইসলাম অভি

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

অপরাধ অনুসন্ধান লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এটিভি সংবাদ ডটকম (www.atvsangbad.com) এর পরিচালক হিসেবে মনোনীত হলেন নজরুল ইসলাম অভি।

নজরুল ইসলাম অভি জেলা চট্রগ্রামের সাতকানিয়া উপজেলাধীন জনার কেওচিয়া (ব্যবসায়ী পাড়া) এলাকার হাজী বেলাল সওদাগরের ছেলে। বিশিষ্ট ব্যবসায়ীপুত্র নজরুল ইসলাম অভি নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজ ব্যবসার পাশাপাশি তিনি লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন।

দৈনিক আমার দেশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক ডেসটিনি পত্রিকার চট্রগ্রাম (দক্ষিণ) এর মফস্বল সম্পাদক হিসেবে অনেকদিন কর্মরত ছিলেন। বর্তমানে পাক্ষিক (ম্যাগাজিন) নতুন গন্তব্য এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নজরুল ইসলাম অভি এটিভি সংবাদের সাথে নতুনভাবে যুক্ত হলেন পরিচালক হিসেবে। এটিভি সংবাদকে আরো বেগবান করতে তিনি নতুন কর্মসূচী গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। নজরুল ইসলাম অভি’র সম্পৃক্ততায় আমরা এটিভি পরিবার গর্বিত।

এটিভি পরিবার তাঁর সুস্থতা, সাফল্য ও মঙ্গল কামনা করছে।