এবার নতুন কর্মসূচি দিলো আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

এবার একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের যৌথ সভায় একাধিক কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিগুলো হলো :…..

  • ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
  • ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় ও মহানগর দক্ষিণ যাত্রাবাড়ীতে সমাবেশ।
  • ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিন মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।
  • ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হবে।
  • ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচন সভা। এছাড়াও ওইদিন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
  • ৩০ সেপ্টেম্বর বায়দুল মোকারমের দক্ষিণ ফটকে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
  • ৪ অক্টোবর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।