
আনন্দ ঘর ডেস্ক:
ছোট পর্দার বাংলা রিয়্যালিটি শোয়ে একের পর এক বড় পর্দার জনপ্রিয় তারকা বিচারক হচ্ছেন। সেই ধারবাহিকতায় ভারতের জি বাংলার তুমুল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল-আক্কেল চ্যালেঞ্জার’-এর নতুন সিজ়নে বিচারক হয়ে আসছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ এবং অভিনেত্রী পাওলি দাম।
এক দশকেরও বেশি সময় ধরে চলা এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই। অভিনেতা রুদ্রনীলের কথায়, ‘অতিমারি করোনাভাইরাস তো দর্শকের মানসিকতায় আমূল পরিবর্তন এনেছে। কোন মাধ্যমে কাজ করছি, সেটা একেবারেই এখন গৌণ। পারফর্ম করাই আসল।’
‘মীরাক্কেল’-এর একেবারে গোড়ার দিকের সিজ়নের সঙ্গে যুক্ত ছিলেন রুদ্রনীল। তিনি বলেন, ‘এই শো অভিনয়-নির্ভর। এর সঙ্গে আমার আলাদা আবেগ জড়িয়ে। প্রতিযোগীদের গ্রুম করার কাজও করেছি এক সময়। বিচারকের আসনেও ছিলাম।’ তবে নতুন বিচারক পাওলি এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। মুখ খোলেননি সোহমও।
অন্যদিকে শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়েরও একই কথা। তিনি বলেন, ‘চ্যানেলের নিষেধ আছে। এখনই কিছু বলতে পারব না।’ শুভঙ্কর শুধু জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এবারের সিজনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।