https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ এমপি আবুল কালাম আজাদকে শোকজ করেছে আওয়ামী লীগ এমপি আবুল কালাম আজাদকে শোকজ করেছে আওয়ামী লীগ – atv sangbad
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

এমপি আবুল কালাম আজাদকে শোকজ করেছে আওয়ামী লীগ

রিপোর্টার নাম / ৪৩ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

দলীয় শৃঙ্খলাভঙ্গ করে ‘শিষ্টাচারবহির্ভূত বক্তব্য’ দেওয়ার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দলের সভাপতির পক্ষ থেকে শোকজের চিঠি এমপি আবুল কালাম আজাদকে পাঠান বলে নিশ্চিত করেছেন উপদপ্তর সম্পাদক সায়েম খান। এতে বলা হয়েছে, সম্প্রতি আপনার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। শিষ্টাচারবহির্ভূত আপনার প্রদত্ত এসব বক্তব্য কার্যত সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়েছে, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছাতে হবে।

গত ১৩ মার্চ বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্যনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ।

এ সময় তিনি বলেন, ‘আমাদের নেত্রীও কিন্তু চান সব সময় সবলের পক্ষে থাকতে। আমরা যারা সবল বা মেজরিটি তারা যেদিকে যাব সেটাই আইন। শেখ হাসিনাও এই যে গত নির্বাচন করলেন এটা গঠনতন্ত্র অনুযায়ী চলে না। গঠনতন্ত্রের বাইরেও অনেক কিছু প্রয়োজন। প্রয়োজনতন্ত্র আছে একটা। এ প্রয়োজনতন্ত্র অনুযায়ী আগামী সম্মেলন হওয়া পর্যন্ত চলব আমরা।’

তার এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরে বিসয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের নজরে এলে আবুল কালাম আজাদকে শোকজ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ