এমপি ফারুকের শারীরিক অবস্থা ভালো হওয়ায় বাসায় ফিরেছেন

আনন্দ ঘর প্রতিবেদক:

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।

আকবর হোসেন পাঠান ফারুক বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ধরনা করেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। আট দিন পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।

এর আগে গত ১৬ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন ফারুক।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।