
নোয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল চৌধুরী বলেন, ‘আমার কোনো কথায় আমার নেতা ওবায়দুল কাদের কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।
জেলাবাসী কোনো দুঃখ পেয়ে থাকলেও আমি দুঃখ প্রকাশ করছি।’ তবে তিনি বলেন, আবদুল কাদের মির্জা যেভাবে একের পর এক জাতীয় নেতাদের নাম উল্লেখ করে গালিগালাজ করছেন, তাদের চরিত্র হনন করছেন তা মেনে নেওয়া যায় না।
একরামুল চৌধুরী এমপি আরও বলেন, কাদের মির্জা আমার পরিবার নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সেজন্য আমি এসব বলেছি। তবে ওবায়দুল কাদের আমার নেতা তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এর আগে একরামুল চৌধুরী ফেসবুকে দেওয়া ২৭ সেকেন্ডের এক ভিডিওতে ওবায়দুল কাদেরের পরিবারের বিরুদ্ধে বক্তব্য দেন। অবশ্য পরে তিনি ভিডিওটি প্রত্যাহার করে নেন।
তখন তিনি বলেছিলেন, কারও ভয়ে নয়- নিজের ছেলের অনুরোধে তা প্রত্যাহার করেছি। একরামুল চৌধুরীর এ ভিডিও নিয়ে বেশ সমালোচনা হয়। তার বিরোধী গ্রুপ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষোভ দেখায়। কবিরহাট ও হাতিয়াসহ কয়েকটি স্থানে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। বসুরহাটে হরতাল-অবরোধের ডাক দেওয়া হলেও ওবায়দুল কাদেরের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। তবে রোববার কোম্পানীগঞ্জ উপজেলায় আবার হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।
বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, একরামুল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে হবে। জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করতে হবে। তা না হলে গোটা নোয়াখালীতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এবং ঢাকাভিত্তিক আন্দোলনও গড়ে তোলা হবে।
