শামছুল হক, শেরপুর, এটিভি সংবাদ
শেরপুরের শ্রীবরদীতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় বিপ্লব মিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থীর নিহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিকে উপজেলার দহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত বিপ্লব মিয়া জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকার অটোচালক কাবিল মিয়ার ছেলে।
জানা যায়, নিহত বিপ্লব ছোট থেকেই নানা আবদুল মজিদের বাড়ি থেকে একই গ্রামের মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতন এক কিন্ডারগার্টেন থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছেন। গতকাল ২৫ শে ফেব্রুয়ারি রাতে চরশিমুলচড়া গ্রামে ওয়াজ শুনে আসার পথে কিশোর গংরা বিপ্লবের উপর সন্ত্রাসী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন ও স্বজনরা আসামিদের শাস্তি দাবি করেছেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।