নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
বাংলাদেশ কওমি মাদরাসা আছে এবং ভবিষ্যতে থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কওমি মাদরাসা বন্ধ নিয়ে আমার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে। আমি কওমি মাদরাসা বন্ধের কথা বলিনি। আমরা কওমি মাদরাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায়।
মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এর আগে, গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন শিক্ষামন্ত্রী, যত্রতত্র কওমি-নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা পাওয়ায় সরকারি নিবন্ধিত স্কুলগুলোতে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রসঙ্গে কথা বলেন।