
ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি, এটিভি সংবাদ
বেনাপাল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে যেসব পাসপাের্ট যাত্রী বাংলাদেশে প্রবশ করবে তাদের করােনা পরীক্ষার রিপাের্ট না থাকলে নিজের অর্থে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
রবিবার (১৮ এপ্রিল) সকালে বেনাপােল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে শার্শা উপজেলা করােনা প্রতিরােধ কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। আর যেসব পাসপাের্ট যাত্রীদের আরটিপিসিআর রিপাের্ট নেগেটিভ থাকবে তাদের হােম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর ভারত থেকে যেসব করােনা আক্রান্ত পাসপাের্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে তাদের যশাের ২৫০ শয্যা সদর হাসপাতাল রেড জােনে পাঠানো হবে।
অন্যান্য দিনের তুলনায় আজ বেনাপােল ইমিগ্রেশন ভারত ফেরৎ যাত্রীর সংখ্যা ছিলাে বেশি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ১২টি আবাসিক হােটল ও বেনাপােল পৌর কমিউনিটি সেন্টার নির্ধারন করেছে শার্শা উপজেলা প্রসাশন।
