
আনন্দ ঘর ডেস্ক:
প্রয়াত হলেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। শুক্রবার (২৮) সকালে তিনি মারা যান। সকালেই তার দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে আজই করোনায় আক্রান্ত রাজ চক্রবর্তীর ফাইনাল টেস্টের কথা রয়েছে। কাজেই দূর থেকেও রাজ তার বাবাকে শেষ দেখা দেখতে পারবেন কি না আশঙ্কা রয়েছে।
চক্রবর্তীর পরিবারের জন্য সময়টা বিশেষ ভালো হচ্ছে না। গত ১৭ আগস্ট রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তার করোনায় আক্রান্ত হওয়ার কথা সকলকে জানান। তবে পরিবারের বাকি সদস্যদের রেজাল্ট নেগেটিভ বলে জানান তিনি। সেই থেকে কোয়ারেন্টাইনেই রয়েছেন রাজ।
এদিকে ছেলে কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই মারা গেলেন বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। শুক্রবার (২৮ আগষ্ট) সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজের বাবার মৃত্যু হয়। এই পরিচালকের পরিবারে বর্তমানে রয়েছেন তার মা লীলা চক্রবর্তী, স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও দুই দিদি। রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী শিগগিরই মা হতে চলেছেন।