
আনন্দ ঘর ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মিডিয়ার কাজকর্ম বন্ধ ছিল। রোজার ঈদের পর থেকে নাটকের কাজ শুরু হলেও সিনেমার কাজ চলতি মাস থেকে শুরু হচ্ছে। দেশের শীর্ষ নায়ক শাকিব খান ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ১০ সেপ্টেম্বর থেকে। এর পাশাপাশি আরও অনেক অভিনয়শিল্পীই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অনেকের মতো এত তাড়াহুড়া নেই চিত্রনায়িকা পূর্ণিমার।
গত ছয় মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না এ চিত্রনায়িকা। কবে ফিরবেন কাজে- তাও নির্দিষ্ট করে বলেননি। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘পরিবেশ যতই স্বাভাবিক মনে হোক না কেন, করোনাভাইরাসের প্রকোপ কিন্তু একটুও কমেনি।
তাই আমিও সাবধানতা অবলম্বন করেই দিন পার করছি। শুটিংয়ের জন্য যদি বাইরে বের হই তাহলে কোনো কারণে করোনায় আক্রান্ত হলে আমার পরিবারের অন্য সদস্যরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। সবার কথা ভেবেই আমি শুটিং করছি না। যদি কাজে ফিরি তাহলে গাঙচিল ছবিটি দিয়েই শুটিং শুরু করব। তবে স্বাস্থ্যবিধি মানা না হলে আমি শুটিং করব না।