
মাঠ-মাঠে ডেস্ক
করোনাকালে অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিয়ে ফের বিতর্কের মুখে নেইমার। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে জার্সি বদল করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন পিএসজি তারকা! করোনাকাল হওয়াতে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নিয়ম চালু করা করেছিল উয়েফা। যার মধ্যে ম্যাচ শেষে চিরাচরিত জার্সি অদল-বদলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। লিপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে সেই নিয়মটিই পুরোপুরি ভুলে গিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে লিপজিগের মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি অদল-বদল করেছেন। কিন্তু উয়েফার দেওয়া প্রোটোকল অনুসারে এই কাজটি পুরোপুরি নিষিদ্ধ।
দ্য সানের রিপোর্ট অনুসারে, এই প্রোটোকল ভাঙার অপরাধে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ দিনের আইসোলেশনে থাকতে হবে। তেমনটি যদি হয়-ই ফাইনালে আর খেলতে দেখা যাবে না নেইমারকে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিশ্চিত করতে বড় অবদান আছে ব্রাজিলিয়ান এই তারকার। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ৫৯ ম্যাচের ৫৯টি গোলেই তার অবদান আছে। ৩৫ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ২৪টিতে। ফাইনালে নেইমার না থাকলে প্রথম শিরোপা জয়ের পথে বড় বিপদের মুখেই পড়তে হবে তাদের।