
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবার পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই থিওডোর রুজভেল্ট বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে। পৃথিবীর ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই মহাসাগরে করোনার থাবা পড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মার্কিন নৌবাহিনীমন্ত্রী থমাস মোডলি বলছেন, এই প্রথম সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। করোনা আক্রান্ত নৌসেনাদেরসহ তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে বুধবার (২৫ মার্চ) এক খবর এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস থিউডোর রুজভেল্টে প্রায় ৫ হাজার নৌসেনা রয়েছেন। বিমানবাহী রণতরীতে মোতায়েন থাকার সময়ে এসব সেনাদের অত্যন্ত চাপাচাপি করে জীবন-যাপন করতে হয়।
অবশ্য এর আগে তীরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজের সেনাদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সান দিয়াগো বন্দরে মোতায়েন যুদ্ধজাহাজগুলোতে অন্তত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।