করোনা ভাইরাস: কোরবানির আগে ফ্রিজ বেচাকেনা বাড়ছে নাকি কমছে?

দেশীয় ফ্রিজ নির্মাতাদের সংগঠন রেফ্রিজারেটর ম্যানুফ্যাচারার্স এসোসিয়েশনের হিসেব অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ফ্রিজ বিক্রি হয় ২৫ লাখেরও বেশি, যার এক তৃতীয়াংশই বিক্রি হয় কোরবানির ঈদের ঠিক আগে।

তবে এ খাতের উদ্যোক্তারা বলছেন, করোনাভাইরাস মহামারির কারণে এই খাতের ব্যবসায়ীরা এবারের কোরবানির ঈদে প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারছেনা।

আবার ভিন্ন কথাও আছে।

কোনো কোনো কোম্পানি বলছে, করোনার কারণেই ফ্রিজের বিশেষ করে ডিপ ফ্রিজ এবং ডিপ-কাম-নরমাল ফ্রিজের বিক্রি বেড়েছে।

দেশীয় ব্র্যান্ডগুলোর একটি ভিশন রেফ্রিজারেটর বাজারজাত করে প্রাণ-আরএফএল গ্রুপ।

প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলছেন দেশের প্রায় সর্বত্রই বিদ্যুৎ থাকায় এমনিতেই ফ্রিজের বিক্রি দিন দিন বাড়ছে।

“অনেকের বাসায় কাজের লোকজন নেই। লোকজন বাজারে কম যেতে চাইছে। তারা বেশি পরিমাণ বাজার করছে। তাই ডিপ ফ্রিজ এবং ডিপ-কাম-নরমাল ফ্রিজের চাহিদা বেড়েছে।”

তিনি বলেন, “ঈদকে সামনে রেখে আমরা ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। গত কোরবানি ঈদের চেয়ে এ বছর কোরবানি ঈদে ফ্রিজের চাহিদা শতকরা প্রায় ২৫ ভাগ বেড়েছে।”