কাউনিয়া (রংপুর), এটিভি সংবাদ
রংপুরের কাউনিয়ায় অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন টানা চতুর্থবারের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সেবক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, সারাই ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন মিয়া বাবু, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হুমায়রা ইসলাম চাঁদনী, সারাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক আখলাক আহম্মেদ প্রমূখ।
সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, তার ইউনিয়নে বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষদের শীত নিবারনের জন্য চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সরকারি বরাদ্দ এক হাজার এবং মায়া গ্রুরুপের ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।