
কালিয়া (নড়াইল) সংবাদদাতা, এটিভি সংবাদ
নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা গ্রামে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সামিরুলকে (২২) আটক করেছে র্যাব-৬ ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সামিরুলকে আটক করে। আটককৃত আসামি সামিরুল উপজেলার কলামনখালি গ্রামের আহম্মদ আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত সামিরুল ধর্ষণের বিষয়টি স্বীকার করে র্যাবের কাছে জবানবন্দি দিয়েছে। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সামিরুল কলামনখালী দিয়ে টলি গাড়ি চালিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা দেখে সামিরুল তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশের একটি বাগানে মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ওই সময় চিৎকার ও কান্নাকাটি করলে সামিরুল পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রবিবার কালিয়া থানায় ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধন /০৩) এর ৯(১) ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১০)
কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, ধর্ষক আসামি সামিরুলকে কালিয়া থানায় সোপর্দ করছেন র্যাব-৬।
