
ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রনি হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রনি যশোরের ঝিকরগাছা এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে ট্রাকচালক রনি হোসেনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাস ও ট্রাকের চালককে আসামি করে একটি মামলা করা হয়। একইদিন ঘাতক ট্রাকটিকে জব্দ করে বারোবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়, যার নম্বর যশোর-ট-১১-১২৯২।
উল্লেখ্য, বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আমজাদ ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন, এরমধ্যে মাস্টার্সের ছয় শিক্ষার্থী ছিলেন।
