
নড়াইল প্রতিনিধি, এটিভি সংবাদ
নড়াইলের লোহাগড়ায় ১৪ বছরের এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পাঁচজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলাটি করেন কিশোরীর বাবা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শালনগর ইউনিয়নের কাশিপুরের অন্তর শেখ (২১), রঘুনাথপুর গ্রামের তুষার শেখ (২০) এবং নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের লিকু ফকির (২৪)। এ ছাড়া মামলার অপর দুই আসামি লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের জামিরুল শেখ (১৯) এবং সরুশুনা গ্রামের মিশাম শেখ পলাতক রয়েছে।
পুলিশ জানায়, অন্তর শেখের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ জুন রাত ৮টার দিকে অন্তর শেখ মেয়েটিকে ফোন করে ডেকে নেন। আসামি তুষারের ইজিবাইকে করে ভদ্রডাঙ্গাবাতাসি গ্রামের জোড়া ব্রিজের পাশে নিয়ে রাস্তার পাশে পাটক্ষেতে অন্তর, লিকু ও জামিরুল পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে সরুশুনা গ্রামে অন্তরের এক আত্মীয়র বাড়িতে কিশোরীকে রেখে আসে।
লোহাগড়া থানার পরিদর্শক হরিদাস রায় বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
