নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেছেন, প্রয়োজনের তুলনায় রাজউকে লোকবল কম রয়েছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। কিন্তু কোনো দুর্ঘটনা হলে সেসব অভিযানের কথা সামনে আসে।
মঙ্গলবার (৫ মার্চ) বেইলি রোডে রাজউকের অভিযান শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্টের ফায়ার লাইসেন্স রয়েছে কি না, কমার্শিয়াল অনুমোদন রয়েছে কি না আমরা সেসব দেখছি।
ফায়ার লাইসেন্স থাকলেই রেস্টুরেন্ট খুলতে পারবে কি না? জবাবে তিনি বলেন, ইমারত বিধিমালা আইন তৈরি হয় ২০০৮ সালে। তার আগেই এখানকার অনেক ভবন লাইসেন্স নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সেসব আপডেট করার উদ্যোগ গ্রহণ করেছি।
ভবনমালিক নাকি রেস্টুরেন্ট মালিক, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? জবাবে মনির হোসেন হাওলাদার বলেন, অনিয়মের প্রমাণ পেলে আমরা ভবন মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করি ও মামলা দিয়ে থাকি।