ক্রাইস্টচার্চে মসজিদে হামলার বর্ষপূর্তির স্মরণসভা বাতিল: জাসিন্ডা আরডার্ন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা আতঙ্কে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ হামলার বর্ষপূর্তির স্মরণসভা বাতিল করা হয়েছে। আগামীকাল রবিবার ক্রাইস্টচার্চে জাতীয়ভাবে এই স্মরণসভা আয়োজন করার কথা ছিল। তবে জনসমাগমের কথা চিন্তা করেই এই স্মরণসভা বাতিল করা হয়েছে।

 

এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, এটি একটি যথার্থ সিদ্ধান্ত। আমরা দুঃখিত এটি বাতিল করে। আমরা চাই না আরো কোন ক্ষতি হোক।

 

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

গত বছরের ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরো ৫০ জন।