নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খাস জমি ইজারা দেয়া যাবে না। খাস জমি ইজারা দেয়ার বিষয়ে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। ভূমি সংক্রান্ত স্বচ্ছতার বিষয়ে মন্ত্রণালয় নজরদারি করবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে প্রথম কার্য অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ একথা বলেন।
তিনি আরও বলেন, ভূমি অপরাধ আইন হলে বিধির দরকার হয়। বিধির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ আইন হলে জনগণ উপকৃত হবে। ফলে কেউ দখলে থাকলে তিনি সুবিধা পাবেন না। কাগজই হবে শেষ কথা।
মন্ত্রী বলেন, ভুক্তভোগী মামলা করলে দলিল যার, আইন অনুযায়ী সেই জমির প্রকৃত মালিক হবেন। অভিযোগ পেলে জেলা প্রশাসকরা ৯০ দিনের মধ্যে এই অভিযোগ নিষ্পত্তি করে দেবেন।