খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

খুলনা প্রতিনিধি, এটিভি সংবাদ 

কোয়ারেন্টিনে থেকেও যে মানুষ নিরাপদ নয়, ধর্ষিত হয় মা-বোনেরা তার প্রমাণ করলেন পুলিশ। খুলনায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

মামলার সত্যতা নিশ্চিত করে কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন জানান, তরুণীকে ধর্ষণের মামলায় এএসআই মোখলেছুরকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন ছিলেন। ১৩ মে রাতে কোয়ারেন্টিনে অবস্থানরত ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এএসআই মোখলেছুর। পরের দিন রাতে আবারও ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে মোখলেছুর দ্রুত নিচে নেমে যায়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে। ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার দ্রুত দেখতে চায় এ দেশের সচেতন মহল। যেহেতু প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে, সেহেতু বিচারে বিলম্ব হলে প্রশ্নবিদ্ধ হবে পুলিশ বিভাগ মন্তব্য করেছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।