
ডেস্ক রিপোর্ট:
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিশু।
এ নিয়ে বাংলাদেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।
শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এছাড়া দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে।