গাংগাইল ইউপি ভবনের জন্য জমি দান করতে চান ফজলুর রহমান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য জায়গার সংকুলান ও সৃষ্ট জটিলতার নিরসনকল্পে জমি দান করতে চান (অব:) রেলওয়ে কর্মকর্তা ফজলুর রহমান। ফজলুর রহমান একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র। ইউপি ভবন তথা জনস্বার্থ ও গোলযোগ নিরসনকল্পে ইউনিয়নের মধ্য দিয়ে অতিবাহিত নান্দাইল-তাড়াইল সড়কের পার্শ্বে ২.৫০ শতাংশ (আড়াই কাঠা) জমি দান করতে সম্মতি দিয়েছেন। জানাযায়, গাংগাইল ইউনিয়ন পরিষদের জন্য নতুন ভবন নির্মাণ নিয়ে গত কয়েক বছর ধরে সৃষ্ট গোলযোগ দেখা দিয়েছে। ইউনিয়নের বিয়ারা নামক স্থানে পুরাতন ইউপি ভবন রয়েছে।
বর্তমান সরকারের আমলে প্রতিটি পুরাতন ইউপি ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের প্রকল্প রয়েছে। তবে পুরাতন ইউপি ভবনের স্থানে জায়গার সংকুলান ও জটিলতায় বিয়ারা গ্রামবাসী ও সুরাশ্রম গ্রামবাসীর মধ্যে নতুন ভবন নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন গোলযোগ চলছে। এই অবস্থায় মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সৃষ্ট গোলযোগ শান্তিপূর্ণ উপায়ে ফয়সালা করতে হলে তৃত্বীয় স্থানে ভবন নির্মাণ হলে সকল দ্বন্দের অবসান হবে। এ ক্ষেত্রে উক্ত জটিলতা বন্ধে ফজলুর রহমান ইউপি ভবনের জন্য জমি দান করতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে ফজলুর রহমান জানান, ‘মাননীয় এমপি মহোদয় বলার সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষ বরাবর ভূমি রেজিস্ট্রি করে দিবো এবং এ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেছি।