
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনের প্রতি তোয়াক্কা না করে বিবাদি মামলায় তপশীল বর্নিত জমি প্রভাবশালীর নিকট বিক্রির পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোঃ নায়েব আলী দিং তাদের স্বত্ব-দখলীয় তপশীল বর্নিত জেলা গাইবান্ধা, উপজেলা গোবিন্দগঞ্জ, মৌজা বর্দ্ধনকুঠি, জে এল নং ২৪৫, আরএস খতিয়ান নং ২৮, ডিপি খতিয়ান নং ৭৭১, দাগ নং সাবেক ৪৩৩ হাল ৬৮৫, পুকুর পাড়-১.৩৩ একর জোত জমি নিয়ে ১২৬/১২ নং অন্য মোকদ্দমা দায়ের করে পরিচালনা করাকালে উক্ত মোকদ্দমা চুড়া›ত পর্যায়ে রয়েছে।
এমতাবস্থায় মোকদ্দমার বিবাদি কাজী ওয়াতিনুর রহমান দিং আইনকে পাশ কাটিয়ে প্রভাবশালীর নিকট উক্ত জমি বিক্রির পায়তারা করছে। ওই প্রভাবশালী ব্যক্তি জমি ক্রয় করলে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দিয়েছে।