
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়েছে। নাভানা গ্রুপের সহযোগিতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মন, এম,পি’র সমন্বয়কারী আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামীরীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,উপজেলা যুবলীগ সধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু সহ চিকিৎসক নার্স,আওয়ামীরীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের হতে দুই টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।