
নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
জেলা টাঙাইলের ঘাটাইল উপজেলাধীন সদর ইউনিয়ন পরিষদ এলাকায় ৪০ দিনের কর্মসূচীতে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
৪০ দিনের কর্মসূচীতে প্রায় ১ কিলোমিটারের রাস্তার উন্নয়নের কথা থাকলেও হয়নি কোনো উন্নয়ন। বিষয়টি নিয়ে চেয়ারম্যান হায়দার আলীর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে ফোন ধরেনি দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান।
এলাকার ৯ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন কাজ সম্পন্ন হয়েছে এবং কাজটি আমি করেছি। অথচ কাজের নামে ঠনঠন। ঘটনার সত্যতায় এটিভি ক্যামেরার সামনে যা বললেন একাকার জনগন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটি আশা করছেন এলাকার জনসাধারণ।
এটিভি সংবাদের অনুসন্ধানী টীম সরেজমিনে তথ্য-উপাত্য সংগ্রহে গেলে দূর্নীতির সত্যতা পায় এটিভি সংবাদের এস এম জামান।
