
নজরুল ইসলাম অভি, এটিভি সংবাদ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৪০০ ব্যক্তি মারা গেলেন। একই সময়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত ৪১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত মোট ৪২ হাজার ৭১৫ জন শনাক্ত হলেন।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১৪ জনের পজিটিভ আসে, যেখানে সংক্রমণের হার ১৫ শতাংশ। বিদেশগামী ব্যক্তিদের পরীক্ষা বাদ দিলে সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ।
করোনা শনাক্ত ৪১৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৭৩ জন। বিভিন্ন উপজেলার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় যে তিনজন মারা গেছেন, তাঁরা চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম কোনো রোগী করোনায় মারা যান।
