জনপ্রিয়তা যাচাই করে নৌকার প্রার্থী করার দাবি ইউপি চেয়ারম্যানদের

বড়াইগ্রাম প্রতিবেদক, এটিভি সংবাদ

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সামনে সংবাদ সম্মেলনে দুটি উপজেলার ১৩টির মধ্যে আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তোফা শামসুজ্জোহা সাহেব, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আইয়ুব আলী, মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারি, বিয়াঘাট ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

চেয়ারম্যানরা দাবি করেন, নাটোর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে আওয়ামী লীগ থেকে সাতবার মনোনায়ন পেয়ে পাঁচবার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে নির্বাচনের পর থেকে তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। হাইব্রিড আওয়ামী লীগের কারণে দল হয়েছে দুর্বল। এই পরিস্থিতিতে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করেন তারা।

জনপ্রিয়তা যাচাই না করে প্রার্থী দেয়া হলে নৌকার পরাজয় হবে বলে দাবি করেন তারা।
এটিভি/এস