
রংপুর, এটিভি সংবাদ
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অপকর্ম ও ষড়যন্ত্র করে দেশ ও জাতির বৈষম্য নষ্ট করতে এক নিষিদ্ধঘোষিত সংগঠন আনছার আল ইসলাম আবারও সংগঠিত হওয়ার চেস্টা করছে। সংগঠনটির চার সদস্যকে ঠাঁকুরগাঁও এবং দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩ রংপুরের সদর দফতরে আয়োজিত প্রেসি ব্রিফিংয়ে এই তথ্য জানান। সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলম মঈন বলেন, ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঠাঁকুরগাঁও সদরের ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের সদর ও বিরল থেকে উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্ব প্রাপ্ত মুনতাছির বিল্লাহ, আব্দুল মালেক ও সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, জিহাদী বইসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আনসারুল ইসলামের বেশ কিছু সদস্য তারা দক্ষিণাঞ্চলে সদস্য সংগ্রহ করে এবং গোপন বৈঠক করে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ খুলনা থেকে পাঁচজনকে আটক করে র্যাব। তাদের তথ্যের ভিত্তিতে আরো বেশ কিছু তথ্য পাওয়া যায়। নিষিদ্ধঘোষিত আনছার আল ইসলাম জিহাদের নামে হিজরত করার লক্ষ্যে তারা কয়েকজন তরুণকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছে। এসব তত্ত্বের ভিত্তিতে র্যাব এবং ডিজেএফআই গোয়েন্দা কার্যক্রম শুরু করে জঙ্গিদের সনাক্ত করে। সংগঠনটির চার সদস্যকে ঠাঁকুরগাঁও এবং দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এরা সবাই আফগানিস্তানের তালেবানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করতো। তারা সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষকে ভুল বুঝিয়ে চাঁদা আদায় করতো। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটি উত্তরাঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করার চেস্টা করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
