
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকিজির বিরুদ্ধে সব মামলার নথি ডা. সাবরীনা চৌধুরীর আইনজীবীকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের মন্তব্য, আসামিরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাই মামলার নথি আসামির আইনজীবীকে দিতে হবে।
মামলার প্রক্রিয়া আইনের মধ্যে থেকেই পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করে হাইকোর্ট। গত সপ্তাহে ডা. সাবরীনা চৌধুরীর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে হাইকোর্ট এই আদেশ দিয়ে আবেদন নিষ্পত্তি করে দেন।