
সুনামগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম এর উদ্যােগে সদরপুর গ্রামের ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে সদরপুর গ্রামের অসহায় জনগনের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, সদর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ মোশাহিদ মিয়া, জয়কলস ইউনিয়ন এর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ সিজিল আহমদ, সাংবাদিক সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
জয়কলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের প্রায় প্রতিটি দেশে মরণব্যাধিতে রুপ নিয়েছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নির্দেশে এই দুর্যোগময় সময়ে সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।
