মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে কেসমত বাবু (২৫) নামে এক বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক হোসেন (২৭) নামে অপর এক বন্ধু খুন হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার আফিল রোডের ডিম ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক হোসেন উপজেলার কৃষ্ণনগর কলেজ পাড়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।
অভিযুক্ত কেসমত বাবু কাটাখাল আফিল রোডের মৃত আবুল কাশেমের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয়রা জানান, তৌফিক হোসেন এবং কেসমত বাবু ঘনিষ্ঠ বন্ধু ছিলো। গতকাল সন্ধ্যায় কেসমত বাবু তার স্ত্রী রিয়া ও তৌফিক হোসেনকে একসাথে কথা বলতে দেখে ফেলে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
শনিবার সকালে সকাল ৮টার দিকে কেসমত বাবু তৌফিককে তার বাড়িতে ডেকে নেয়। এরপর উভয়ের মধ্যে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত বাবু তৌফিক হোসেনকে ছুরিকাঘাত করে। এতে তৌফিক হোসেনের পেটের ভুঁড়ি বেরিয়ে আসে।
স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
জানা গেছে, ঘাতক কেসমত বাবুর স্ত্রী রিয়ার সাথে তৌফিক হোসেনের পরকীয়া সম্পর্ক ছিলো। তারই জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত কেসমত বাবুর পরিবারের লোকজন সকলেই পালাতক রয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, অভিযুক্ত কেসমত বাবু পলাতক রয়েছে, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।