ঝিনাইদহ, এটিভি সংবাদ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফাহাদ হাসান (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে ও স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের রেলক্রসিং পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ফাহাদ হাসান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে রেলক্রসিং পার হয়ে মাঠের দিকে যাচ্ছিল। ওইসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষার্থী ফাহাদ সকালে একটি ডিসকভারি-১০০ মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর গেলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ গ্রামবাসী তার বাড়িতে নিয়ে গেছে।