টঙ্গীতে র‌্যাবের অভিযানে অজ্ঞান ও ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার টঙ্গীতে র‌্যাব ১ এর পৃথক দুইটি অভিযানে ডাকাত দলের ৪ সদস্যসহ অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এক অভিযান চালিয়ে সংঘবদ্ধ মলম ও অজ্ঞান পার্টির সদস্য রাসেল (২৬), হৃদয় খান (২৪), নাঈম হাসান (২২) ও রুবেল ইসলাম ওরফে বাবুকে (২০) হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকুু, অজ্ঞান কাজে ব্যবহৃত ৩ টি মলম এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

অপর এক অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকায় একটি সংঘবদ্ধ দস্যু দলের ৪ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা। গাজীপুরায় অভিযানে কামাল হোসেন (৩৫), সুমন মিয়া (৩০), ইয়ামিন মিয়া (২০) ও হুমায়ুন হোসেন ওরফে বিজয়কে (২০) দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার চাকু এবং ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।