https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ টাঙ্গাইলে মাংস ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ টাঙ্গাইলে মাংস ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ – atv sangbad
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মাংস ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

টাঙ্গাইল থেকে প্রিন্স এডওয়ার্ড, এটিভি সংবাদ / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইল থেকে প্রিন্স এডওয়ার্ড, এটিভি সংবাদ 

টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর বাড়ির সামনে রাস্তার পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৯ অক্টোবর) রাতের কোনো এক সময়ে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে দুর্বৃত্তরা এ লাশ ফেলে রেখে যায়।

সাইফুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম গত দেড় মাস আগে সপরিবারে ঢাকার আশুলিয়া চলে যান। সেখানে তিনি মাংস ব্যবসায়ীর (কসাই) কাজ করতেন। ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়িতে আসতেন। স্থানীয় হাট থেকে দুই-একটি গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন।

বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখে। পরে তার কাছে গিয়ে দেখতে পায় কুকাদাইর গ্রামের মাংস ব্যবসায়ী সাইফুলের মরদেহ। পরে তারা পরিবারকে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে মরদেহ দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করে।

এ বিষয়ে সাইফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, শত্রুতা করে কেউ পরিকল্পিতভাবে আমার বড় ভাই সাইফুল ইসলামকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তার সঙ্গে কারো শত্রুতা নেই। আমার ভাই হত্যায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন হবে। এ নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ